দিওয়ানে ই সামস ই তাব্রিজ থেকে
মাওলানা রুমি (রহ) লিখিত বাণী -২৭
একটি বৃক্ষ যদি পা বা ডানা দিয়ে চলাচল করতে পারতো; তবে থাকে করাতের বেদনা বা কুঠারের আঘাত সহ্য করতে হতো না।
এবং সূর্য যদি ডানা এবং পায়ের দ্বারা সারারাত চলমান না থাকতো, তাহলে প্রভাতকালে বিশ্ব কিভাবে আলোকিত হতো ? এবং যদি লবণাক্ত জল সমুদ্র থেকে আকাশে উঠে না যেতো, তাহলে কিভাবে বাগান নদী ও বৃষ্টিধারা সজীব হয়ে উঠতো ?
একটি ফোঁটা যখন নিজগৃহ ত্যাগ করে ফিরে আসলো, সে একটি আবরণ মুক্তায় পরিণত হলো।
ইউসুফ কি তার পিতাকে ছেড়ে যাওয়ার সময় কাঁদেনি
ভ্রমণ করে সে কি ধনসম্পদ, রাজত্ব এবং বিজয় লাভ করেনি ?
মোস্তফা কি মদিনার দিকে ভ্রমণ করেনি, তিনি কি সার্বভৌমত্ব এবং শ্লথ জনপদের প্রভু হননি ?
তোমার যখন পা নেই তখন তুমি নিজের মধ্যেই ভ্রমণ করো, যেখানে চুনীর খুনি সূর্যগ্রহণ থেকে রক্তিমতা পায়।
হে প্রভু, নিজের ভিতর থেকে বের হয়ে নিজের ভেতরে ভ্রমণ করো, কারণ সেই ভ্রমণ দ্বারা বিশ্ব স্বর্ণের খনি হয়ে উঠে।
পচনের অম্লতা এবং তিক্ততা থেকে মিষ্টতার দিকে এগিয়ে যাও, যেভাবে লবণাক্ত মাটির থেকে হাজার ধরনের ফল জন্ম নেয়।
তাবরিজরে গর্ব এ সূর্য থেকে এসব অলৌকিক ঘটনা দেখ, কারণ প্রতিটি বৃক্ষই সূর্যকিরণ থেকে সৌন্দর্য লাভ করে।
0 Comments